Siksha Saathi for Teachers and Students

Sikha Saathi (শিক্ষা-সাথী), School Information Management System of the institutions, teaching and non-teaching staff, students and guardians. It also use to manage day to day activities of the school like student attendance (ছাত্র উপস্থিতি), academic planning, class routine, individual marks entry and progress report generation, school health information etc. PDF of user Manual for Siksha Saathi.

আসতে চলেছে 'শিক্ষা সাথী'

SMS Portal and Central Portal:

@ website: www.banglarsiksha.gov.in
@ School Management System (SMS)-সম্পর্কিত কিছু তথ্য:
এই নতুন website-টি দুটি ভাগে বিভক্ত -
1.Central Portal & 2. SMS Portal

@ 1.Central Portal এর Lower Level user হলেন HOI (Head of the Institution).
এখানে বিদ্যালয়ের পরিকাঠামোর বিবরণ থাকবে "School Profile"-এ, সমস্ত ছাত্রদের Data থাকবে "Students Management"-এ এবং শিক্ষকদের জন্য থাকবে "Teacher Management"-এ।
সম্ভবতঃ 2017-সালে প্রদত্ত UDISE এবং i-OSMS থেকে Data upload হয়ে যাবে। সেটা শুধু Check করে নিতে হবে।

Siksha Saathi



নতুন শিক্ষক-শিক্ষিকা/ ছাত্রদের জন্য "Add Teacher (including Para-Teacher)/ Add students  Entry করতে হবে।
@ 2. SMS Portal-এ সর্বোচ্চ user হলেন HOI.
তিনি প্রয়োজনে সমস্ত সহকারী শিক্ষক- শিক্ষিকা, অশিক্ষককর্মী এমনকি ছাত্রদের (ইচ্ছুক অভিভাবকের জন্যও) একটা করে "User Id & Password" generate করতে পারবেন ।

@ প্রতিটি ছাত্রের Monthly Attendance ও Exam Results আপলোড করতে হবে। এখানে Identity Card, Progress Report, Transfer Certificate ইত্যাদি generate করা যাবে ।

PDF of User Manual (নিচে ক্লিক করুন)
Siksha Saathi PDF

অবশেষে উদ্বোধন হতে চলেছে স্কুলশিক্ষা দপ্তরের কেন্দ্রীয় পোর্টাল। আগামী 29-এ জানুয়ারি এই পোর্টালের শুভ সূচনা করা হবে। মূলত, এক ছাতার তলায় স্কুলশিক্ষার যাবতীয় তথ্য, রেকর্ড ইত্যাদি থাকবে। স্কুলে পড়ুয়াদের পরীক্ষার নম্বর যেমন আপলোড করতে হবে, তেমনি শিক্ষকদের ব্যাপারেও তথ্য থাকবে এখানে। এর ফলে শিক্ষক-অভিভাবক এবং দপ্তরের আধিকারিকদের হাতের নাগালে থাকবে সমস্ত তথ্য। এর কাজ বেশ কয়েক মাস ধরেই চলছিল। পোর্টালটি চালু হওয়ায় স্বস্তি পেয়েছেন শিক্ষাদপ্তরের কর্তারা।