Apply for Scholarships for all students

Apply for Scholarships for all students class VI to XII, Scholarship links for all passed students under West Bengal, View in details in Bengali and click  to link for Apply.

Apply for Scholarships


একনজরে বিভিন্ন Scholarship-স্কলারশিপ

উজ্জ্বল ভবিষ্যত স্কলারশিপ 2019-20

দশম শ্রেণী উত্তীর্ণ এবং আর্থিক ভাবে অনগ্রসর 500 ছাত্রছাত্রীকে উচ্চ শিক্ষার্থে Scholarship-স্কলারশিপ দেয় ভি-মার্ট।  নির্বাচিত ছাত্রছাত্রীকে Scholarship-স্কলারশিপ বাবদ 10, 000 টাকা দেওয়া হবে।

যোগ্যতা:
2019 সালে অন্তত 75% নম্বর সহ দশম শ্রেণী উত্তীর্ণ, বয়স হতে হবে 14 থেকে 16 বাছরের মধ্যে। পরিবারের বাষিক আয় হতে হবে 2-লাখ-এর নিচে।

আবেদন করতে হবে অনলাইনে, শেষ তারিখ 3-শে  জুন । বিস্তারিত জানতে নিচের ওয়েবসাইট লগইন করুন:
Official website (Click here)

লোরিয়্যাল ইন্ডিয়া ফর ইয়ং উইমেন ইন সাইন্স স্কলারশিপ 2019-20

বিজ্ঞানের যে কোনও শাখায় স্নাতক কোর্স পড়তে ইচ্ছুক ছাত্রীদেরকে Scholarship-স্কলারশিপ-দেয় লোরিয়্যাল ইন্ডিয়া। নির্বাচিত ছাত্রীকে Scholarship-স্কলারশিপ বাবদ 2, 25,000 টাকা দেওয়া হবে।

যোগ্যতা:
2018-19 শিক্ষাবর্ষে অন্তত 85% নম্বর সহ বিজ্ঞা বিভাগে উচ্চ-মাধ্যমিক পাস। উচ্চ-মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা বায়োলজি পড়ে থাকতে হবে। 31.05.2019 তারিখে বয়স হতে হবে 19 বছরের মধ্যে। পরিবারের বাষিক আয় হতে হবে 4-লাখ-এর নিচে।

 আবেদন করতে হবে অনলাইনে, শেষ তারিখ 1-লা জুলাই । বিস্তারিত জানতে নিচের ওয়েবসাইট লগইন করুন:
Official website (Click here)

কাইন্ড Scholarship-স্কলারশিপ ফর  ইয়ং উইমেন 

নবম শ্রেণী বা উচ্চতর শ্রেণীতে পাঠরত এবং আর্থিক ভাবে অনগ্রসর ছাত্রীদের Scholarship-স্কলারশিপ-দেয় বার্ডি ফর স্টাডি ইন্ডিয়া ফাউন্ডেশন।

যোগ্যতা:
অন্তত নবম শ্রেণীতে পাঠরত হতে হবে। স্নাতকোত্তর, আই টি  আই, পলিটেকনিক, ভোকেশনাল বা পেশাদারি  কোর্স পাঠরতরাও  আবেদনের যোগ্য। শেষ দেওয়া পরীক্ষায় মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে।  পরিবারের বাষিক আয় হতে হবে 4-লাখ-এর নিচে।

নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে প্রতি বছরে 6,000 টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রতি বছরে 12,000 টাকা এবং পলিটেকনিক, আই টি  আই, ডিপ্লোমা, গ্যাজুয়েশন  বা অন্যান্য কোর্স-এর ক্ষেত্রে প্রতি বছর 18,000 টাকা।

আবেদন করতে হবে অনলাইনে, শেষ তারিখ 15-ই  জুন । বিস্তারিত জানতে নিচের ওয়েবসাইট লগইন করুন:
Official website (Click here)

এইচ ডি এফ সি ব্যাঙ্ক এডুকেশনাল ক্রাইসিস Scholarship-স্কলারশিপ সাপোর্ট 2019

আর্থিক ভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদেরকে  Scholarship-স্কলারশিপ দেয় এইচ ডি এফ সি ব্যাঙ্ক । পারিবারিক সংকট, দৌহিক প্রতিবন্ধকতা বা পরিবারের উপার্জনকারী সদ্যেসের মৃত্যু বা অসুস্থতার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধার  সম্মুখীন হাওয়া ছাত্রছাত্রীদের এই Scholarship-স্কলারশিপ দেওয়া হবে। 

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এককালীন 10,000 টাকা এবং পলিটেকনিক, আই টি  আই, ডিপ্লোমা, গ্যাজুয়েশন  বা অন্যান্য কোর্স-এর ক্ষেত্রে এককালীন 25,000 টাকা দেওয়া হবে। 

আবেদন করতে হবে অনলাইনে, শেষ তারিখ 15-ই  জুন । বিস্তারিত জানতে নিচের ওয়েবসাইট লগইন করুন:
Official website (Click here)