Aikyashree Minority Scholarship
Aikyashree Minority Scholarship for meritorious students belonging to Minority Communities i.e. Buddhist, Christian, Jain, Muslim, Parsee and Sikh of West Bengal. There are three type Scholarships in Aikyashree-
1. Pre-Matric Scholarship -for Class I to class X
2. Post-Matric Scholarship -for Class XI to Ph.D.
3. Merit-Cum-Means (MCM) Scholarship -for Professional and Technical courses
4.Talent Support Programme (TSP)
- Aikyashree Minority Scholarship-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
- Revised and extended of Last date (31.03.2024) for Aikyashree Scholarship 2023-2024
Aikyashree Scholarship
Aikyashree Minority ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বৃত্তি যোজনা পশ্চিমবঙ্গের Minority মানে বৌদ্ধ ,খ্রিষ্টান, জৌন, মুসলিম, পার্সি এবং শিখ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য Scholarship
Pre-Matric Scholarship
Pre-Matric Scholarship প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত
1. যে সকল ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে।
2. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊধ্বসীমা 2 লক্ষ টাকা পর্যন্ত।
3. বছরে 1,100 থেকে 11,000 টাকা Scholarship প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে।
...............................
Post-Matric Scholarship
Pre-Matric Scholarship একাদশ শ্রেণী (Class: XI) থেকে PhD কোর্সের জন্য
1. যে সকল ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, বিএড ইত্যাদি কোর্সে পড়াশোনা করছে।
2.আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊধ্বসীমা 2 লক্ষ টাকা পর্যন্ত।
3. বছরে সর্বাধিক 16,500 টাকা পর্যন্ত Scholarship প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে।
...............................
Merit-Cum-Means Scholarship (MCM)
Merit-Cum-Means Scholarship (MCMS) পেশাদারি এবং কারিগরি কোর্সের জন্য
1. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে সকল ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক/ স্নাতকোত্তর /পেশাদারি/কারিগরি কোর্সের পড়াশোনা করছে অথবা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভুক্ত প্রতিষ্ঠান যেমন আইআইটি, আইআইএম, এনআইটি, এনআইএফটি, আইআইএফটি ইত্যাদি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তারা যোগ্য।
2. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊধ্বসীমা 2.5 লক্ষ টাকা পর্যন্ত।
3. বছরে সর্বাধিক 33,000 টাকা পর্যন্ত Scholarship প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে।
4. তালিকাভুক্ত প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পরিশোধ করা হবে।তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নাম গুলি অফিসিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে।
...............................
জরুরি নির্দেশিকা
1. কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এমন আবেদিনকারীরাই যোগ্য।
2. ছাত্র-ছাত্রীদের অবশ্যই চুড়ান্ত (শেষ) পরীক্ষায় নুন্যতম 50 % নম্বর পেতে হবে। প্রথম শ্রেণীর জন্য এটি প্রযোজ্য নয়।
3. একজন ছাত্র বা ছাত্রী একটি মাত্র প্রতিষ্ঠান থেকেই Scholarship পেতে পারে।
4. আবেদনের রেজিস্ট্রেশনের সময় একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। প্রি-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নম্বরে সর্বোচ্চ দুটি আবেদন গ্রাহ্য হবে।
5. অনলাইনে আবেদন করার পর, আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে, সাথে ব্যাঙ্কের পাশবইয়ের একটি জেরোক্সও জমা দিতে হবে যাতে ব্যাঙ্কের একাউন্ট নম্বর এবং আইএফএসসি (IFSC) কোডের উল্লেখ আছে।
6. বিশেষ সতর্কীকরণ : কোনো শিক্ষার্থী একই সাথে দুটি Scholarship অর্থাৎ Aikyashreee (মাইনোরিটি স্কলারশিপ) এবং Oasis (SC/ST/OBC) Scholarship পাবেন না। যে কোনো একটি Scholarship পাবেন।যদি কোনো শিক্ষার্থী Scholarship এর জন্য দুটোতেই আবেদন করেন, তবে দুটো আবেদনই খারিজ হওয়ার সম্ভবনা থাকে সেক্ষেত্রে শিক্ষার্থী Scholarship এর কোনো টাকাই পাবেন না।
Renewal of Aikyashree Scholarship
যে সমস্ত ছাত্র-ছাত্রী আগের সালে এই Scholarship পেয়েছে তাদের কেবলমাত্র রিন্যুয়াল বিভাগে আবেদন করতে হবে।
➤Step by step guideline for Renewal Application (Click here)
for more details, please visit the official website
➤Application or Renewal for Aikyashree (Click here)
আগামী 15.08.2023 থেকে অনলাইন পোর্টালে আবেদন করা যাবে-
....................................................................
Revised and extended of Last date for Aikyashree Scholarship 2023-2024
The last date for submission of application for Scholarship under Aikyashree are other schemes for the session 2023-2024 are revised and extended as follow
➤Download Notification (Click here)
Sl. No | Name of the Scholarship Scheme | Date extended up to (Both fresh & renewal) |
1. | 30.11.2023 | |
2. | ||
3. | 15.12.2023 | |
4. | 15.12.2023 | |
5. | 15.12.2023 |
Sd/- Managing Director
West Bengal Minorities' Development & Finance Corporation
(A Statuary Corporation of Government of West Bengal)
.............................................................
The last date for submission of application for Scholarship under Aikyashree are other schemes for the session 2023-2024 are revised and extended as follow
➤Download Notification (Click here)
Sl. No | Name of the Scholarship Scheme | Date extended up to (Both fresh & renewal) |
1. | 31.03.2024 | |
2. | ||
3. | 31.03.2024 | |
Sd/- Managing Director
West Bengal Minorities' Development & Finance Corporation
(A Statuary Corporation of Government of West Bengal)
.............................................................
Aikyashree Scholarship Verification
Flow Chart for Verification of Application at Institution Level by Nodal teacher
➤Download Flow Chart (Click here)
Go to website of Aikyashree Scholarship (নিচে দেওয়া হলো)
Click On ➤Institution log-in
Choose ➤District and proceed option
Click on➤Verification area
Choose relevant scheme, using ” Search Option “ (Like Pre, Post etc)
Choose class in the next step & Search
Non verified(Pending) list will be shown
Click on ➤Verify option” and get details of individual applicant
Then each individual application will show three options –Approved, Defect , Reject
If the application is found to be correct press the “Approve button”
Choose either “Defect“ or “ Reject” option with proper noting in case of “Defect /Reject“ found in application
Finally all the applications to be migrated to District Level verification
➤Go for Aikyashree Verification (Click here)
....................................
Frequently Asked Questions (FAQS) of Aikyashree Scholarship
Aikyashree Minority Scholarship তে আবেদন করার আগে অবশ্যই এই FAQS ডাউনলোড করে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলি জেনে নিন।
➤Download FAQS (Click here)
...............................
Contact and Address for more details regarding Aikyashree
Dedicated Whatsapp No. 8017071714
Toll Free No. 1800 120 2130
Contact Number: 033 4004-7468
033 4004-7469
Address: West Bengal Minorities' Development & Finance Corporation
(MA & ME Department, Govt. of West Bengal)
Amber, DD-27/E, Salt Lake, Sector-1,
Kolkata 700 064
.............................................
0 Comments
Please do not enter any spam link in the comment box